নতুনের ধ্বনি শুনিতে চায় এ প্রাণ,
বিরহবেদনা মুছে যাক যত আছে।
পুরাতন সুরে শুনেছি যত গান,
শুনবো না আর, শুনবো নতুনের কাছে!

এ প্রাণ ব্যাকুল ভাসবে নতুন ভেলায়-
আনন্দে তায় উঠবে নেচে ঢেউ,
থাকবে না কেউ পুরাতন এ খেলায়-
বাঁধা হবে না পুরাতন মুখ কেউ!

এ জীবন ফের দেখবে নতুন করে-
ভুলে যাবে জড়ানো যতসব স্মৃতি,
বাঁধবে যে ঘর নতুন আলোর ভোরে-
সেখানে সে রচিবে নতুন নীতি!

নব-প্রভাতে দেখবে রবির কিরণ-
কুসুমকাননে ফুটবে নব-কলি,
উবে যাবে যেন হৃদয়ের যত পীড়ন,
পুরাতন ভুলে নতুনের কথা বলি!