বসন্তদূত - আড়ালে আড়াল ডাকে,
প্রেম আছে-
ছাইরূপ প্রকাশে অনীহা!
সারাদিন আশা রাখে-
রাত কাটে নির্ঘুম-
নিয়তির বেড়াজালে আটকা!

এমনই স্বপন দেখে-
কিশোরে ফুটে ফুল-
যৌবনে কাঁটা বিচরণ!

আধেক প্রকাশ হয়-
সুর তুলে ফাগুনে;
ফের সব চাপা পড়ে দেহরূপ বনে!

সারমেয় ডাক ছাড়ে ভাদরে-
দূরাকাশে-
মেঘে দেখে আষাঢ়ি রূপ!
এমনই নিয়তি হায়!
ঘাই মৃগী বনে ডাকে-
মিলনের অভিসারে দিন যায়!