তারপর, তোর কি খবর বল?
এখনো কি বৃষ্টি দেখে নীরব চোখে কষ্ট চাপাস-
স্মৃতি ভেবে?
আঙুল জলে বসে ভাবিস, নামবে কবে ঢল?
না কি জানলা ধরে-
রাঙা হাতে, ঠিক দুপুরে বসে থাকিস-
এই বুঝি তোর অংশু এলো!
বলবে এসে, সুরমা গাঙে নাও ভাসাবি? চল?
আর কি খবর আছে - শুনি?
এখনো কি আলতা রঙে হাত-পা রাঙাস -
দেখাবে বলে?
বুকের ভেতর মহানন্দ, চাপা সুখের ধ্বনি!
না কি গাল ফুলিয়ে-
বসে থাকিস, অভিমানের ঝুড়ি নিয়ে -
এই এসে ভাঙাবে বুঝি?
বলবে এসে হাজার কারণ, মুছবে নয়নখানি!
আরো কি আছে কোনো খবর?
পূব আকাশের গাঙ মাখা রোদ দেখতে বের'স-
সকাল বেলা?
গেন্দাফুলে সাজিয়ে রাখিস ঈশান কোণের ঘর?
না কি আলসেমিতে-
চুপটি করে, চেয়ে থাকিস পথের পাণে-
এই বুঝি কেউ ডাক দিলো?
বলবে এসে, ঘুরতে যাবি কাশবনের ঐ চর?