উৎপাতে জাত করছে কতল
দেশীয় সব নক্র
ওৎ পেতেছে নানান ঢঙে
উন্মাদী সব চক্র
স্বধর্ম ত্যাগ করেছে নক্র
ডাঙার লোভে পড়ে
নিচ্ছে পিছু হরিণ শাবকে'
জিঘাংসা রূপ ধরে
বামাহত হয় নক্রের আছড়ে
ভীত অন্দর-মহল
ওরাই যেন প্রভু এ ধামের
আর সব বিধর্মী-দল
ছুটে ছুটে প্রাণ করছে হত্যা
সৃষ্টিকর্তার নামে
হোক বলি হোক হাজারো প্রাণ
ঠিকানা স্বর্গীয় ধামে
বলে উঠে হঠাৎ দৈব কেশরী
মূর্খ নক্রের দল
ধর্মের নামে অধর্ম করছিস
করছিস নানা ছল
তোদের এ কর্মে ধর্ম বিনাশ
বিনাশ নক্র জাতি
আমি রাজাধিরাজ বলছি তোদের
কখনো হবে না গতি
তোদের বিনাশ অনিবার্য হলো
তোদের কার্য দ্বারা
এ বসুমতী পূণ্য হবে আবার
তোদের ধর্ম ছাড়া
(ব্যবহৃত কিছু শব্দের অর্থ)
*কতল - হত্যা করা
*নক্র - কুমির
*জিঘাংসা - হত্যার ইচ্ছা
*বামা - নারী জাতি
*কেশরী - সিংহ
*বসুমতী - পৃথিবী