আঁধার কেটেছে বর্ষা রঙের ধূপে-
চুপিচুপি সব নিচ্ছে জা'গা - অধিকারে।
নিলোৎপলে ভাসছে যেসব নারী-
তারাও এসে ভিড়ছে - মাখবে সে রঙ গায়।
শাওনী ঘ্রাণে জমেছে রজনীগন্ধা মেঘ-
মুগ্ধতায় মুগ্ধ হাজার দৃষ্টি - আলেয়ায় যেন আজ ঊর্মিমালা।
বিষাদ নিয়েছে বিদায় দূর নক্ষত্রের আড়াল-
কে যেন রেখেছে কপাট আটকিয়ে - শক্ত করে।
বুঝ-অবুঝের কাব্য ছড়ানো ঐ রজনীগন্ধা মেঘে-
কে কেড়ে নেয়, কে বুঝে নিজের মতো করে-
রূপালী আলো ছুটছে পুরো ধরণী তলে-
গ্রীষ্মের ঘাটে মৃতাত্মা সব ফের জেগেছে ঘ্রাণে।
শাপমোচনে আনন্দিত হাজার নরনারী-
চুপিচুপি সব নিচ্ছে জা'গা - জুড়াবে মনপ্রাণ।
ভালোবাসায় ভাসছে যেসব নর-
তারাও এসে ভিড়ছে - মাখবে আনন্দ গায়।