দেয়ালজুড়ে অন্ধকার-
বিভীষিকাময়!
অনুজ্জ্বল স্বপ্নের রঙ-
আসক্ত করে রাখে-
রাতভর!
ক্লান্ত চোখ দেখে যায় কেবল,
ছুটাছুটি করার বোধ থাকে না!

কৈশোর ভুলানো ক্ষণ,
ছলছলানো যৌবনে পুড়ে দেহ,
অভেদ্য মায়ায় জড়ানো!

আর কতদিন-
কতকাল হবে বিসর্জন এভাবে-
দেয়াল গহব্বরে-
কে জানে - ফেঁসে গেছি না কি জন্মান্তরে!