অনেকগুলা গল্প,
আবার ফড়িং উড়বে যেথা'-
হাত বাড়িয়ে অল্প।

আবার যেথা' গোধূলি হবে
ইচ্ছেজাগা স্বপ্নে,
ছুটাছুটি - অনেক কথা,
হোক না সে তা কল্প!

হৃদয় হরণ হাসি,
পথিক যেথা' পথ হারিয়ে-
খুঁজবে বকুল রাশি।

আবির গালে একটু ছুঁতে
নানা বাহারি ছল!
বৃষ্টি ভেজা - রাত দুপুরে
বাজবে সেথা' বাঁশি।

অলক ছড়ানো দুল
উড়বে যেথা' জানলা ধরে -
মন্মথে মশগুল।

হাজার রঙে স্বপ্ন সাজে
ভোরের বায়স সুরে,
উড়বে ঘুড়ি ইচ্ছে মতো,
হোক না আবার ভুল!


(অক্টোবর, ২০১৮)