রাত পোহালো কেবল
কোটি বছর পর
প্রতীক্ষায় ছিল - উঠোন
ভোরের বায়স
আসমানী রঙ পায়রা
আর হাড্ডিসার হওয়া ধ্যানমগ্ন দেহ
সেই কবে
কোনো এক বৃষ্টিভেজা পৌষে
হঠাৎ করে সন্ধ্যা নেমেছিল
নীড়ে ফিরেছিল উড়ন্ত ক্লান্ত সব প্রাণ
তারপর এ রাত
কালরাত
প্রতীক্ষা
ধ্যানভঙ্গ চোখ
হঠাৎ হঠাৎ আশা জাগানিয়া বায়ু
নিক্বণ সুর
তারপর আবার সেই আঁধার
হাজার রাতের ঘুম
পোহালো শেষ রাত
কোটি ধ্যানে পূর্ণ ভোর
ময়ূর পেখম মেলে
ফুলে ফুলে ভরে উঠে উঠোন
দেহ খুঁজে নেয় দেহ