আবারো ফিরেছে সে সময়
হাজার বছর পর - সুখের অবসান!
করুণ এক আঁধার ঘেরা রাত-
দিচ্ছে অপবাদ, দিচ্ছে অভিশাপ!
নিঃসঙ্গ এক সময়ের বেড়াজাল-
আটকা পড়েছি হঠাৎ - কালো এক সরোবর!
তৃষ্ণায় ধুঁকে অনুচ্চারিত প্রাণ-
দিশেহারা বোধ অচল পড়ে রয়।
মাথার ভেতর পেঁচানো স্মৃতির তার-
অনুরণনে পড়ছে মনে বারিষ-বসন্তকাল।
কত রূপ, কত ঘ্রাণ মেশানো তায়-
অবাধ্য মনের যতসব ভালোবাসা!
সেসব সময় পুঞ্জিভূত আজ-
এখন কেবল ধুঁকছে প্রাণ, তনু নড়বড়!
ত্যাগ-তিতিক্ষার কঠিন সময় এক-
দিগবিদিক ছুটছে আত্মপর!