রেল স্টেশনে দাঁড়িয়ে
দুইজোড়া চোখ কথা বলছে অবিরত-
প্রতিদিনকার কথা;
আনন্দে হাসছে,
গানও গাইছে দু'এক কলি,
মন খারাপ হয়ে যাচ্ছে কোনো কোনো কথায়,
এইতো বেশ!
যাচ্ছে কেটে সময় - অজান্তে!
কোনোরূপ দ্বিধা নেই, সংকোচ নেই,
হারাবার ভয় নেই,
পাবার কি'ই বা থাকতে পারে -
এই ক্ষণকালে!

চলন্ত ট্রেন-
হঠাৎ এসে থামলো কিছুক্ষণ।
যাবার সময় নিয়ে গেলো একজোড়া চোখ;
নিয়ে গেলো হাসি, আনন্দ!

অস্বস্তিকর চারপাশ!
হয়তো কিছু চাওয়ার ছিল;
হয়তো কিছু পাওয়ার ছিল!
সুযোগ আর আসবে না!

যে যায় একবারই যায়!