জানলার ছাতি ছুঁয়ে রোদ পড়ে
শীত জমে হলদে কুসুম
মানুষ হয়েছি বলে
বোধ জাগে
চর জাগে গাঙ ছিঁড়ে
দেহের ভেতর।

অশৌচ রাত জাগে বাসনায়
চৌপায়া ধার দেয় সুখ
পাহাড় পাহাড় জুড়ে
উড়ে শতদল
আশ্রয়ে ভাগ বসে ডালে
বাদুড়ে' ঠ্যাঙ!

সারমেয় ডাক ছাড়ে আষাঢ়ের
উপহাসে উঁকি দেয় পিক
চন্দ্রিমা রঙ দেখে
হাসে পেঁচা
কে কার ভাগ নেয়
পৌষি মেলায়!