এলো ধরায় হিমেল হেমন্ত
আকাশে শ্রীমন্ত,
রোদেলা সকালে শিশির বিন্দু।
ঝরে পড়ে বেলি'র তোড়া
মেঘের চূড়া,
নীলে মেশানো রূপালি ইন্দু।
বয়ে চলে পূবালী পবন
নৃত্য এ মন,
হঠাৎ যেন জেগেছে কামিনী।
আরো দেখ 'রাজ অশোক'
তৃষিত সুখ,
জোনাকে আলো হয় যামিনী।
চলে যেন মেঘের মাতন
নিত্য সাধন,
কিশলী আসে রঙিন ভেলায়।
মোহিত সবি গন্ধরাজে
ভ্রমর সাজে,
নতুন দিনের নতুন আশায়।
হাসি ফুটে কিষাণি মুখে
স্বপ্ন বুকে,
নতুন ধানের ফসল বুনে।
চারিদিক হয় উৎসবমুখর
কিষাণের ঘর,
মেতে উঠে সবাই নব নবান্নে।