গাজার আকাশ আজ লাল হয়ে আছে-
ভীষণ কালো রক্ত ধোঁয়ায়,
ধ্বংসস্তূপে মিশে যাচ্ছে জীবনের সব হিসাব!

শিশুর আর্তনাদে-
ইটপাথর কেঁদে উঠছে বারবার,
বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে জীবনের রূপ!

কত মা হারাচ্ছে তা'র আদরের সন্তান,
বাবা হারাচ্ছে স্বপ্নের সংসার!

চারিপাশে শুধু ধ্বংসস্তূপ!
তবুও যেন কারা বাঁচার স্বপ্ন দেখে-
ভূলোকে একখণ্ড মাটিই তো কেবল চাওয়া!

বিশ্ববাসী আজ নীরব দর্শক!
মানবতা আজ কোথাও নেই-
কেউ কাঁদে না কারো জন্য আর!

রক্তগঙ্গা বয়েই চলেছে অবিরত-
পৌঁছোয় না কেবল বিশ্ববিবেকের দ্বারে!
কান্নার রোলে বাতাস হয়ে যাচ্ছে ভারী,
চারিপাশে জমা বেদনার বরফ-ক্ষত!

হে মানবতা, এবার তো জাগো!