ঘোর কাটে নি এখনো!
সেই কবে কোনো এক শান্ত-স্নিগ্ধ সন্ধ্যায়
দেখেছিলাম তাকে,
জানলায় ধরেছিল হাত,
অতীত সাক্ষাতের পার্থক্য গড়েছিল সেদিন!
এতটা স্নিগ্ধ ঠোঁট দেখি নাই কখনো!
আর চোখজোড়ার শান্ত রিদম
আমাকে আন্দোলিত করছিল,
আমি তাকিয়েছি হাজারবার-
বছর পাঁচেক ধরে।
ঘোর কাটে নি!