অসূয়ক রাত নামে জানালায়
অর্ধচন্দ্র পূর্ণ হওয়ার তাগিদে ছুটে চলে পূর্ব-পশ্চিম
সারমেয়র ভাদুরে ডাক
আর ঝিঁঝিঁ পোকার বংশবৃদ্ধির সুর শোনা যায়
শোনা যায় দূর বিল্ডিংয়ের ছাদে
কোন এক ব্যর্থ প্রেমিকের দেহ বিসর্জনের পূর্ব-আকুতি
বিচিত্র এ জগৎ
যেন অন্ধকারে শুরু অন্ধকারেই শেষ
মাঝখানে শুধু কয়েক প্রহর আলো
যে আলো সূর্যকিরণে রঙ বদলায়
যে রঙে দেহ বদলায়
যে দেহ হয়ে উঠে আরেক দেহের ঘাতক
আলো-আঁধারের এ খেলায় কে জেতে কে হারে
অধরা থেকে যায় এ হিসাব
শুধু সাক্ষী হয় কালান্তরে
লক্ষ-কোটি বছর