দেখি আজ সব হিসেবে শূন্য
পাপের চাপে বিরহী পূণ্য
কাটাকাটি করে দেহ
রক্ত জমাট চোখের ভেতর
ভয়ে কাঁপে বুক থর থর
আটকে ধরে না কেহ!

শিশিরে জমে মৃতের ছায়া
বাঁধ সাধে না কোনো মহামায়া
অতি বৃষ্টির জল
ডুবে যায় সব গল্প কথন
প্রথম প্রেমের প্রথম বারণ
পুড়ে কাঠ হৃদ' অনল!

হঠাৎ আসবে সেই মহাকাল
রচিবে তার রূপ মায়াজাল
সব হিসেবের শেষ
যত অনুরোধ যত আবেদন
উপেক্ষিত যত ভাঙা মন
হবে নিরুদ্দেশ!