তুমি বুঝি ফিরলে আবার?
চেনা রূপে, চেনা সুরে,
চেনা চুলে নানান রঙের খোপার বাহার!
ফিরলে আবার?
প্রিয় চোখে কাজল টেনে,
চেনা হাতে কাঁকন দিয়ে,
অনেক ভিড়ে গোমড়ে থাকা সেই প্রিয় মুখ।
ফিরলে আবার?
কালো টিপ আর প্রিয় নীলে,
ভীষণ প্রিয় নোলক নাকে;
মিল রেখে সব ঠোঁটের রঙে,
নূপুর পড়ে চেনা পথে-
ফিরলে আবার?
তুমি বুঝি ফিরলে আবার?
চেনা রাগে, চেনা শাসন,
নানা বাহানায় চেনা আলোয় হারিয়ে যাবার!
ফিরলে আবার?
চেনা ছুঁতোয় হাত সরাতে,
অকারণে মান-অভিমান,
অনেক কথার আলসেমিতে,
হঠাৎ করে হেসে উঠা সেই হাসিতে!
ফিরলে আবার?
চেনা পথে হাঁটবে বলে?
অনেক প্রিয় সেই নদীতে,
ডিঙি নায়ে গোধূলিতে ভাসবে বলে,
হঠাৎ করে ডুবে যাবার ইচ্ছা নিয়ে-
ফিরলে আবার??
০২/০৩/'১৬ ইং