আজি এলো যে বৈশাখ-
দূর শৈশব জাগে যে মনে,
বাজে যে' ঢোল আর ঢাক।
নব পল্লবে বিকশিত প্রাণ,
কিশোরী যে পথে গেয়ে যায় গান,
নানান রঙে ছুটছে যে মেঘ,
যাক চুকে সব যাক - এলো যে বৈশাখ!
বাউল যে সুরে উন্মাদ হয়,
রাখালি বাঁশিতে নব কিশলয়,
নৃত্য লোকালয় - নবস্রোতে আজ-
থাক ভুলে সব থাক - এলো যে বৈশাখ!
কৃষকের মুখে তৃপ্ত যে হাসি,
নবানন্দে দীপ্ত রাশি রাশি,
মন উচাটন নববধূদের,
রাখ্ মনে সব রাখ্ - এলো যে বৈশাখ!
আজি এলো যে বৈশাখ,
দূর নীহারিকায় এঁকেছে যে ছবি,
বাতায়ন খুলে রাখ্।
১৩/০৪/২০১৬
পাঠানটুলা, সিলেট।