চিরচেনা নীড়ের বাঁধন ছিঁড়ে-
কল্লোলে যখন ভাসালাম ভেলা,
নয়নজোড়ে ভাবনার আনাগোনা
স্মৃতির বিথীকায় আমি একেলা।

পূবালী রোদে মন নিষ্প্রভ
চাইছে হিসাব বাঁধন ছেঁড়ার,
দূর থেকে ঐ দূর গগনের-
সারাদেহ রাজি ঘরে ফেরার।

সেথায় ছিল না তিথির হিসাব
ছিল সে ক্ষণ বিদায় বেলা,
ঐ পথ মোর জন্মচেনা
চলছি বহুদূর, চলছে খেলা।

বহুপথ মোর সাক্ষী রয়েছে
অসম বৃক্ষের ছায়ায় শীতল,
মাটিতে করেছি গড়াগড়ি আর
মেখেছি কাদা, বর্ষার জল।

তুমি ছিলে মোর ভোরের সাথি
সন্ধ্যা আকাশে ধ্রুবতারা,
তবে কেন আজ ছিন্ন হল
একলা এ পথে, সর্বহারা।

অচেনা এ ভেলার যাত্রী হয়ে
মন অশান্ত, ফিরবে ঘরে-
অশ্রুসিক্ত ভাবনাগুলো,
স্মৃতির আবেশ তোমার তরে।


(সেপ্টেম্বর, ২০১৫)