ভালো লাগছে না কিছু
আলোর ভেতর অন্ধকার খুঁজি
অন্ধকারে আলো!

হঠাৎ হঠাৎ এমন হয়
ভীষণ প্রিয় রঙে আসে অনীহা
হাইপোথ্যালামাস দেয় অশনিসংকেত!

আলিঙ্গণ মনে পরে
ওষ্ঠ জুড়ে শ্বাসপ্রশ্বাসের মিথস্ক্রিয়া
ভুলে যাই হঠাৎ মায়াচ্ছলে!

যে জীবন হিসাবের
সেখানে ভালোবাসা আসে বছর ঘুরে
দেহের অনুরণন বিলাসিতা!

ভালো লাগে না কিছু
ফেলে আসা দেহের ঘ্রাণ
পাশাপাশি বসে অবুঝ দৃষ্টির বিনিময়!

কোথায় এর শুরু বা শেষ
কেবল দেখি মৌসুমি রঙ চাঁদ
মাথার ভেতর অক্সিটোসিন নিঃসরণ!