বারে বারে ফিরে আসে যে দিন-
মনে পড়া দিন,
দেহ-বিচ্ছেদী সুর,
নিরুত্তর ক্ষণ।
সে দিন-
ভুলে যাওয়া উৎসব;
ভুলে যাওয়ার উছিলা - মনে পড়ে।
বৈরাগী ভাব-
পুড়ে দেহ সাধন-বসনে!
সেইদিন থেকে শুরু-
অভিশাপ!
উভচরী অভিশাপ-
মোর দেহ তার দেহ ঘুরে-
প্রহেলিকা রোদ পোহায়,
ছাদ জুড়ে-
বৈশাখী ভাব।
বৃথা আসে-
ফিরে যায়,
মাঠঘাট ছুঁয়ে যায়,
শৈশবি ওম দিয়ে-
নিক্বণ সুর তুলে চলে যায়।