তারপর এক বিপরীত জনের প্রয়োজন পড়ে
যেমন করে আলোর প্রয়োজন পড়ে অন্ধকার
চৈত্রের কাঠফাটা রোদের প্রয়োজন পড়ে বৃষ্টির!
বিচিত্র সব অনুভূতি বিপরীত জনে ভাগ হলেই যেন
আরো বেশি বিচিত্র হয়ে ওঠে
প্রাণ খুঁজে পায়
হেসে ওঠে, কেঁদে ওঠে
আনন্দে উদ্বেলিত হয়!
কেবল বিপরীত জনে
ভাবের সে বিনিময়ে রচিত হয় পদ্য-
গল্প-উপন্যাস-জীবন
সৃষ্টি হয় সমাজ
অমর হয়ে ওঠে প্রেম, ভালোবাসা-
সবকিছু হয় রঙিন!
আর যারা এসবে উদাসীন
নিজেতে সঞ্চিত রাখে যতসব আনন্দ-বেদনা
সৃষ্টির মাহাত্ম্য উপলব্ধি থেকে তারা বঞ্চিত
স্বার্থপর সে দেহ থেকে বের হয়ে যেতে ছুটাছুটি করে আত্মা!
হঠাৎ করে শেষ হয়ে যায় জীবন!