মানুষ বড় একা
তুমি তা'র পাশে দাঁড়াও
তুমি তা'র না বলা কথা শোনো
তুমিও বলো তোমার কথা
আত্মনুভূতি বিনিময় করো
আত্মসুখ অনুভব করো

কেমন যেন নিঃসঙ্গ তা'রা
শত-হাজার মানুষের ভিড়েও
ঘরে-বাইরে, আত্ন-পরে
এ পৃথিবীর রঙ্গমঞ্চে
একা আসা, একা যাওয়া
এর মাঝেও যে তুমি আছো
একটুখানি পাশে দাঁড়াও
কি'বা এমন ক্ষতি তাতে

একটুখানি বিনিময় হোক
সুখ-দু'খ
দু'খ-সুখ