সেই কবে-
কোন এক ঘুমভাঙা সকালে দেখেছিলাম তাকে
নিষ্পাপ সে মুখখানি এখনো ভাসে চোখে
যার আভা ছড়িয়ে পড়েছিল চারিদিক
আন্দোলিত করেছিল আমার মতো এক অপ্রেমিকের হৃদয়!
তারপর কেটে গেছে কতকাল
দেখা হয় না তাকে
আন্দোলিত হয় না হৃদয়
অপ্রেমিক হয়ে ঘুরে বেড়াই
পাহাড় থেকে সাগর
কাননে কাননে!
কত পথ দিয়েছি পাড়ি
কল্পসুখে কাটিয়েছি কত রাত
আলিঙ্গনে ওষ্ঠজোড়ার পরশ
নোনা জলের কাব্য লিখেছে হাত।
সেই কবে-
কোন এক অলক ছড়ানো হাসিতে অনুভব করেছিলাম তাকে
জানলায় ধরা হাত আহবান করেছিল
যে আহবানে মিটমিট করছিল জোনাক আলো
আন্দোলিত করেছিল আমার মতো এক অপ্রেমিকের হৃদয়!
তারপর কেটে গেছে কতকাল
দেখা হয় না তাকে
আহবানে দেই না সাড়া
অপ্রেমিক হয়ে ঘুরে বেড়াই
পথে প্রান্তরে
অলিতে গলিতে!
কত সুখে আচ্ছন্ন হয়েছি
হারিয়েছি কল্পলোকের দেশে
শ্বাসপ্রশ্বাসের মিথস্ক্রিয়া
দৃষ্টি ফেলেছি দৃষ্টিতে
দেহের ভেতর দেহ দিয়েছি ঢেলে!
তারপর,
আফসোস রয়ে গেছে জীবনে
আফসোস রয়ে গেছে তার তরে!