ভালোবাসি আজো তারে-
যে নিয়েছে কেড়ে সমস্ত অনুভূতি-
এক ঘর করে রেখেছে - হাজার বছর ধরে!
দেখেছিলাম তার অবুঝ দৃষ্টি-জোড়া-
সন্ধ্যার প্রদীপ, উলুধ্বনি ক্ষণে,
শত সহস্র জবাব দিয়েছি ভিড়ে -
নিঃস্ব হয়েছি; হয়েছি পরাজিত!
সত্য-মিথ্যের হিসেব হয়েছে অনেক-
এখন কেবল 'ভালোবাসি' মনে বাজে!
দূর নীহারিকা সাক্ষী রয়েছে;
বললেই এক হবে - মধুমালতী বনে!
অলক ছড়ানো হেসে উঠা সে ঘ্রাণ -
এখনো বাজে আবাসিক পথ ধরে,
যে নিয়েছে কেড়ে সমস্ত অনুভূতি;
এক ঘর করে রেখেছে - হাজার বছর পরে!