কারা যেন ভীড় করেছে ভাদরের ঘোলা জলে
জাল ফেলেছে তাথৈ নদে
হিসেব রাখছে প্রতি পদে
কার উপর কে ভাগ বসাবে লাগছে গোলমেলে।

উড়ে যায় কত পানকৌড়ি বকের মাথার 'পর
ছোবল মারে পুটির পিঠে
কতশত ফের যাচ্ছে ছুটে
মাছরাঙা হঠাৎ আড়াল থেকে ঠোকরে লাল ধর।

বাধা পড়ে কত নাম না জানা শুশুকের দল ছাড়া
এপিঠওপিঠ করে খেয়ে যায়
স্বাদু-সমুদ্র ধাপিয়ে বেড়ায়
ঠোঁটের স্বাদে মত্ত সে জলে সব স্বজন-আত্মহারা।