আমাতেও এসেছিল প্রেম!
হঠাৎ করে ছোঁ মেরে
নিয়ে গেছে - এক টুকরো হৃদয়!
অব্যক্ত রয়ে গেছে কত কথা;
কত কিছু বলতে যেয়ে হয় নি বলা -
শুধু আকাঙ্ক্ষিত চোখে তাকিয়েছি বার কয়েক!
বাতাসে ছড়িয়েছি আর্তনাদ;
চুপিসারে কাচজানলা থেকে বার্তা পাঠিয়েছি-
দূর আকাশে উড়ন্ত ঈগল ডানায়।
তবুও ফেরে নি আর;
প্রথম আসার সে ক্ষণে-
যে স্মৃতি এখনো অমলিন;
এখনো স্বপ্ন সাজাই-
ভোরের বারিষ জানে!
ফিরবে আবার-
টুকরো হৃদয়ের পুরোটা নিয়ে যাবে এসে;
ঝাউবনের পাতাঝরা গান-
শুনবো দু'জন পাশাপাশি বসে;
মাথা-কাঁধ এক করে-
ওষ্ঠ জোড়া সাক্ষী রেখে!