আকাশ ভরা বৃষ্টি ফোঁটার তাল
সারা শরীর ভিজে চমচম
হালকা শীতে ভ্যাপসা গরম
আশ্বিনী ঘ্রাণ ছড়ায় যেন কাল সে মহাকাল।
সুখ জমানো খড়ের চালের ঘর'
মাটির দেহ মাটির ঘ্রাণে
হৃদয় হারায় বৃষ্টি-গানে
আত্মা-শরীর সভা জমে আপন কি'বা পর!
অলস সময় ডুবে কড়ির খেলা'
হাঁটু জলে স্নান হৈচৈ
থালে ক্ষীর-গুড়-মুড়ি-খই
গান-বাজনায় জমে আসর, কাটে সারাবেলা!