সভ্যতা যেখানে আলো ছুঁয়েছে
আমি ছুঁয়েছি আঁধার,
যে পথে ফেলেছি কয়েক কদম
আলস্যে ভেসেছি আবার!
যেখানে আলো রিনিঝিনি সুর
আঁধার ডেকেছে আমায়,
ত্যাগ করেছি এ দেহ-মন আজ
কাউকে নাহি ভাবায়!
আলো-আঁধারি খেলায় আমি
আঁধার নিয়েছে বেছে,
আলো দিয়েছি ভাগ করে সবে
প্রেম দিয়েছি যেচে!
আঁধার আমায় প্রতিদিন খায়
আলো দূর আকাশে,
এ জীবন মোর কতকিছু পেল
আজ সব ফ্যাকাসে!
কতশত সে আলো আহবানে
আমি দেই নি সাড়া,
আঁধারে আমি বেসেছি ভালো
সুখানন্দ ঘর ছাড়া!
আঁধার আমাকে টেনেছে ভীষণ
আলোতে অভিমান কেন?
আলোর পরশে জাগে নি প্রাণ তাই
আঁধারে ডুবেছি যেন!