দু'দণ্ড যে ভালোবাসে; পরী বেশে -
অনেক কথায় চুপটি করে
অনেক অনেক স্বপ্ন নিয়ে
হঠাৎ করে উদাসিনে
একটু হারায়
একটু ফিরে
আলিঙ্গনে
ওষ্ঠ জোড়ে
শরীরজুড়ে
পরম পরশ
আমি জানি আমার কথা
আমার গহীন মনের খবর
আজকে বলি সত্য কথা
সত্যি সত্যি সত্য কথা
ও'সবে আমি কেমন যেন
মিতাচারী, উস্কখুস্ক
খেই হারিয়ে
গিরি কান্ত
শান্ত-অশান্তে মারামারি
অহেতুক ছটফটানি
একটি কথায় বলে ফেলি -
এখনো অযোগ্য আমি