আরাধ্য রাত নামে
কুহেলিকা ভিড় করে
উঁকি দেয়-
ছুঁতে চায়
জানলায় ধরা হাতটাকে

ভালোবেসে ভালো নেই
নিশাচর
ডাক দেয়
ভয়ে উঠে চোখজোড়া
গোপনে শরীর ঢেকে রাখে

অবুঝের গালিচায়
হাঁটে পা
বুনোহাত ছড়ানো
অবাধ্য
সবকিছু ভালো লাগে তার

উপেক্ষার গলা চেপে
রাত গুনে
শহরের
দু'শরীর এক হবে
ঠোঁটে ঠোঁট করবে সাবার