তোমাদের দলে আমাকে নিয়ে যাও,
ও, ক্ষিরোদডাঙার ভাইয়েরা!
শুনেছি তোমাদের দলে আছে সুখ,
অলিগলিতে ডাকে যে ডাহুক;
স্বপ্ন যেখানে নাইতে নেমে
ইচ্ছে সাঁতার কাটে!
আলখেল্লায় উর্মি মালা,
রতনে রতন, সাধু সাধু জ্বালা!
হাতেহাত রেখে পাহাড় ডিঙাও,
দু'খ-সুখ-শোকে অন্ন জুটাও;
কোনো ভেদাভেদ নাই দলে,
রুখো প্রতি ঘাত, প্রতিঘাতে।
মানুষ রয়েছে মানুষ যে দলে,
আমাকে নিও, দয়া করো যদি।
ক্ষিরোদডাঙায় কাটাবো জীবন,
যাযাবর এ জাতিতে নয় আর যাপন।
জানি এ দলে অনধিকারী আমি,
তবুও সুযোগ দাও!
আটপ্রহরে শাস্তি দিও,
সুজনে সুজন, করো যদি প্রিয়!
ধন্য হবে মোর এ দেহ প্রাণ,
চাই না কিছু আর, নেই আহবান;
তোমাদের ঐ ষোলরঙ ডিঙায়,
আমাকে নিয়ে যাও।