কখনো জানলাতে চোখ রেখে
          কখনো বা মেঘটা কে দেখে...

তোমার রূপকে আড়াল করার
         ক্ষমতা আমার নেই…
তোমার কথারা চার দেওয়ালে বন্দী..

         মাঝরাতে তোমার টানে...
আমি মিথ্যুক সেজেছি…
        সব কথা বলা হয়নি…বলা হয়নি...