আমি বৃষ্টি বিলাস করতে পারি না
আমি বৃষ্টিতে ভিজতেও ভয় পাই ভীষণ রকম _
আকাশে যখন বিদ্যুতের আলোর ঝলকানি দেখি....
ভয়ে মনে হয় এ-ই বুঝি মরণ এলো।
অন্ধকার ঘরের এককোনায় বসে, কানে হাত মুড়ে কাঁপতে থাকি
আমার কানে  শব্দ যাতে না পৌঁছাতে পারে
  আমি কাঁদতে কাঁদতে আরও ঘেমে একাকার
কেউ নেই পাশে ছায়া আর ওই বিদ্যুতের আলো রা ছাড়া....
আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলো না যেন।