ভোটাভোটির হালচাল


মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)




ভোট তো এখন দিতে হয়না,
ব্যলটবক্স হয় চুরি ;
জোর করেই ক্ষমতা দখল-
করে জনগণের উপর বাহাদুরি।
কেন্দ্র গুলো দখল করে-
হয় যে মারামারি-
লাঠির বাড়ি খেয়ে-
ভোটারদের ফিরতে হয় বাড়ি।
কখনো বা টাকা দিয়ে
ভোট হয় কেনা ;
কে বেশি যোগ্য প্রার্থী ?
যায়না তাকে চেনা।
স্বাধীন দেশের বুকে ভোটাধিকার
নেই যে ভোটারদের,
জোর যার মুল্লুক তার-
কথাটির হয়না তো হেরফের।
বাংলাদেশে এমনি ভোটাভোটির হাল;
সত্যি কথা বলতে গেলে-
থাকবেনা পিঠের ছাল।
ভোটাধিকার প্রয়োগ হলে ,
বন্ধ হতো ভোট চুরি,
যোগ্য নেতা বাছাই হতো
জনগনের হাতটি ধরি।