প্রকৃতিতে মায়ার বাঁধন
মোছাঃ আয়েশা সিদ্দিকী
(মাটিকাটা, টাঙ্গাইল)
ফুলের সাথে ভ্রমরার
হয়না কভু আড়ি ;
ভ্রমর কভু একলা না' রয়
ফুলের কলি ছাড়ি।
বৃষ্টি আর চাতকের মতন-
নেই কারো ভালোবাসা;
দিনের পর দিন চলে গেলেও
চাতক ছাড়েনা বৃষ্টি হবার আশা।
গাছের সাথে লতা কেমন
জড়িয়ে থাকতে চায় ,
গাছ মরলে লতাও মরে,
এ কেমন মায়ার বাঁধন-
ছোট্ট এ ধরায়।
পাখির সাথে আকাশটার -
হয়না কভু আড়ি ;
নীল আকাশে ঝাকবাধা পাখি
দেখতে লাগে বাহারি।