জনগনকে লুট করে,
খাচ্ছো কেমন প্রাণ ভরে ,
পায়ের উপর পা তুলে
এসির হাওয়ায় শুয়ে থাকো ,
কোটি টাকার পালঙ্কের উপরে।
আমরা যারা সহজ - সরল
লুটছো তাদের কেন;
এহেন রাজনীতি করে পাবেনা পার ,
কান পেতে সবে শোনো।
জনগনের হক লুট করছো,
শোষন করছো দিনে - রাতে ;
দ্রব্যমূল্য দ্বিগুন করে
মারবে কী এবার ভাতে।
যাদের টাকায় ফুর্তি করো
তারাই পায় না ভাত;
ভোটেও করছো কারসাজি,
জনগনকে খাটিয়ে নিয়ে
মারছো পেটে লাথ।
জনগণ যদি না খেয়ে মরে
তোমরা কেমন নেতা;
গুলি করে হত্যা করবে
যদি কেউ বলে সত্য কথা ।
জনগণ যদি নাই খেতে পায়
তবে কেমন স্বাধীন জাতি?
এর থেকে তো ভালো ছিল -
ব্রিটিশদের রাজনীতি।
হায়,এই কি ছিল বঙ্গবন্ধু আর -
স্বাধীনতা আন্দোলনের স্লোগান;
সমাজতন্ত্র কায়েম হলোনা -
রাখলে কোথায় বীর শহীদদের রক্তের মান?
এখনো সময় আছে হও হুঁশিয়ার,
দ্রব্যমূল্য কমিয়ে দিয়ে ,
ফিরিয়ে দাও জনগণের অধিকার।
নতুবা তোলপার হবে হাট- বাজারে,
জনগণ যদি কাজ না করে ,
তোমরাও থাকবে হাহাকারে।