মেহেদী সবার প্রিয় -
আপন কর্মের লাগি,
বিসর্জিত হয়ে সে-
অন্যের জীবন করে রঙিন ,
আপনারে ত্যাগি।
মেহেদীর জীবন ক্ষুদ্র অতিশয়,
পরের কল্যানে বিলাতে প্রাণ,
করেনা কভু সংশয়।
মনুষ্য জীবন অতি ক্ষুদ্র,
মেহেদী পাতার মতন;
আপনার স্বার্থ ত্যাগিয়া-
কর, মনুষ্যধর্মের সাধন।
ভোগে সুখ নেই-
সকল সুখ ত্যাগে;
আমার - আমার তুঙ্গে তুলে
অন্যের জন্য কল্যান-
সাধন করো আগে।
মেহেদী পাতার মত -
উদার হতে শেখো -
সুখে-শান্তিতে থাকবে ঠিকই,
যদিও ধনে শূন্য থাকো।
পরের কল্যানে সপিব জীবন
আপনার স্বার্থ ত্যাগি;
মেহেদীর মতো হবো উদার-
হবো প্রিয়-সোহাগি।