কত সাধনার পরে লেখক
মোছাঃ আয়েশা সিদ্দিকী
আজ আর নয় লিখব কাল,
মনের সাথে শত যুদ্ধ,
সব লেখকের একই হাল ;
একটু খানি ঘুমাতে গেলে ,
সুর - ছন্দ জাগে মনে ;
মাথার মধ্যে চিন্তার ভীড়,
লিখব যে কোন ক্ষণে ?
চোখের সাথে যুদ্ধ করে ,
ঘুমকে দিয়ে ফাঁকি;
সুর- ছন্দের তালে তালে,
গল্প-গ্ৰন্থ, উপন্যাস আর কাব্যমালা লিখি ।
ঘুমাতে চাইলেও ঘুমানো যায়না,
সুর- ছন্দের কারণ ,
না লিখলে মনটা যেন উতলা থাকে ,
আবেগ গুলোর হয়না নিবারণ।
লিখতে লিখতে ক্লান্ত হয়না -
কোনো লেখক হৃদয়;
লেখার মাঝেই ফুটিয়ে তুলে,
আবেগ, অনুভূতি, বিষাদ অথবা জয়।
লেখার মধ্যেই লেখকের জীবন ভাবনা প্রস্ফুটিত ,
বুঝা যায় সমাজ- জাতীয় জীবনের হাল ;
মনকে একটু ফাঁকি দিতে -
বলে আজ আর নয় ,
লিখবো আবার কাল।