কবর

মোছাঃ আয়েশা সিদ্দিকী

(মাটিকাটা, টাঙ্গাইল)



ওহে মুসলিম -
দিন- দুনিয়ার সবই তোমার পর,
তোমার জন্য অপেক্ষমাণ-
অন্ধকার এক ঘর ।
প্রতিদিনই ডাকছে তোমায়-
মৃত্যুকে করাচ্ছে স্মরণ;
ঈমান-আমল অনুযায়ী
হবে তোমার বরণ।
সে ঘরেতে বাতি নেই ,
নেই দরজা- জানালা কিচ্ছু,
পোকামাকড়ের ঘরবসতি-
সাথে থাকবে সাপ- বিচ্ছু।
পাখা- এসির হাওয়ায়-
ঘুমাও সুখে ধরায়;
থাকতে হবে বাঁশতলাতে -
চলবেনা সেথা টাকা-পয়সা,
আর ক্ষমতার কোনো বড়াই।
আমল যদি ভালো থাকে-
রবে জান্নাতের ছায়ায়;
যদি গো হও পাপী -
তোমার উপায় নাই।
সময় থাকতে ভাবো রে মুসলিম,
কে যে আপন- পর ;
তোমার জন্য অপেক্ষা করছে
অন্ধকার আর ভয়ঙ্কর কবর।