খোকার বায়না

মোছাঃ আয়েশা সিদ্দিকী

(মাটিকাটা, টাঙ্গাইল)

ছোট্ট খোকা বায়না করে ,
পাঠশালায় যাবে তাই ,
মা বলে-
বড় হলে পাঠশালা যাবে,
এখন তোমার বয়স তো হয় নাই।
আচ্ছা, তুমি বড় হলে -
ভাইদের মত পাঠশালা যাবে,
লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে।