ইতিহাসে আর অতীত দেখিনা,,
দেখছি যে বর্তমান,
মাটির বুকে যাচ্ছে মিশে,
তরুণ রক্তের ঘ্রাণ। ‌‌‍
ইতিহাসের পাতায় লেখা ছিল,
বায়ান্ন তাজা প্রাণের হাহাকার,,
ইতিহাসের পূণরাবৃত্তি ঘটছে যে আবার।
সত্য বলার অধিকার নেই
তাই, যাচ্ছে শত প্রাণ,
রাখলে কোথায় ভাষা শহীদদের রক্তের মান।
অলিতে গলিতে লাশের গন্ধ,
মিছিলে চলছে গুলি,,
ঘরে বসেও মরছে মানুষ,
চারদিকে চলছে পাকড়াও ,
স্বজনদের করুন আহাজারি,
কোন সে ভাষায় বলি।
কী হবে তাজা রক্তের দাম ,
কে বা নেবে দায়ভার।
ইতিহাস আজ বিবর্ণ, বিভীষিকাময়
করুণ পরাজয় স্বাধীনতার।
কলমও আজ অশ্রুসিক্ত,
লিখতে নিদারুণ বর্তমান,
কে জানে-গুলি খেয়ে আর মরবে কত?
বাংলার দামাল সন্তান।