ঈমানদার
মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)

ঈমানদারের কবর আপন ,
দুনিয়ার সব পর ;
পাপীর জন্য দুনিয়াই জান্নাত,
আর হবে অন্ধকার কবর।
একটু আঘাতেই পাপীরা ,
হয় যে দিশেহারা;
আল্লাহ আমায় দুঃখ ছাড়া কিছুই দেননি,
এমন বলে তারা।
দুনিয়ার সকল সুখ -
ভগিবে  সে জন ;
তার জন্য পরকাল শুধু কষ্ট-
কবর হবেনা তার আপন ।
ঈমানদারকে দুঃখ দিয়ে ,
পরীক্ষা করেন প্রভু ;
শত কষ্টেও ঈমানদার -
আস্থা হারায় না কভু।
আল্লাহর উপর ভরসা-
আছে সকল ঈমানদারের;
দুনিয়ায় ধৈর্য ধরে -
একদিন বাসিন্দা হবেই জান্নাতের।
ঈমানদারের হাজার কষ্ট যেন
হাজার পূণ্যময় প্রহর ;
জান্নাতের সকল সুখ-
তাদের কষ্ট লাঘবের সুখবর।