পাশাপাশি দাঁড়িয়ে ছিল,
দুইটি তাল গাছ;
গাছের কাছেই নদী ছিল,
নদীতে ছিল অনেক মাছ।
রোজ সেখানে হাঁসেরা এসে,
তাদের সাথে বলত কত কথা ,
ভাগ করে নিত সবে ,
মনের যত ব্যথা ।
প্রতিদিন জেলেরা এসে ,
ধরে নিতো মাছ ;
দেখে একটি গাছের হিংসে হতো
কারণ ফলের ভরে নুইয়ে ছিল
সঙ্গী তালের গাছ।
একদিন অনেক লোক এসে ,
তাল গুলো সব পেরে নিয়ে ,
গাছটা দিলো কেটে ,
হিংসে করে তাল গাছটা -
পড়লো মহাসংকটে।
সাথী হারিয়ে তাল গাছটা,
একলা থাকে আজ ,
চিরচেনা বন্ধুদের সাথে কথা বলতে,
এখন লাগে ভীষণ লাজ।