ফিরিয়ে দাও


মোছাঃ আয়েশা সিদ্দিকী
(মাটিকাটা, টাঙ্গাইল)

বদলে গেছ বাংলা তুমি-
উন্নয়নের তরে;
গ্ৰাম- বাংলার প্রাচীন রূপ ,
বড্ড মনে পরে।
ঢেকিতে আর ধান ভানেনা,
বাংলার মেয়ে- বউ,
জল আনতে কলসি কাঁখে-
ঘাটে যায়না কেউ।
রাখাল আর গরুর পাল ,
লয়ে যায়না মাঠে,
জেলে ভাইও ধরেনা মাছ-
বসে পুকুর ঘাটে।
রাখাল ছেলে মধুর সুরে-
বাজায়না আর বাঁশি;
লাঙল- কোদাল সাথে নিয়ে,
মাঠে যায়না চাষী।
ছেলেকে মা শুনায়না আর-
ঘুমপাড়ানি গান;
গ্ৰাম-বাংলায় আজ যায়না শোনা
ভাটিয়ালি- বাউল গান।
গোলা ভরা ধান নেই,
গোয়ালে নেই গরু,
বনে বনে হচ্ছে বিলীন-
লতা- পাতা,ঘাস আর তরু।
এ কেমন নগর দিলে -
ইট- পাথরের ভীড়ে;
ফিরিয়ে দাও বাংলার শান -
ছন- পাতার ছোট্ট কুটিরে।