বৃষ্টির দিনে



মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)



রিমঝিম করে এলে তুমি,
ভিজলো আমার গা;
ভিজিস না আর,ঘরে আয় -
ডাকছে আমার মা।
বললাম আমি,
মাগো তুমি চুপটি করে থাকো,
বর্ষার এই অঝোর ধারায়-
ঘরেতে কেন ডাকো?
বৃষ্টি ভেজা সকাল আমার
বড্ড ভালো লাগে,
চাতকের মতন চেয়ে থাকি,
বৃষ্টি কখন হবে?
কাব্যমালা লিখব আমি,
মনের মধ্যে জমে থাকা
অজশ্র আবেগে।
রিমঝিম করে নেমে এলে-
তাইতো ভিজে গেছে -
কানা বগীর ছা;
ভিজিস না আর ঘরে আয়
ডাকছে আমার মা।