আমার নবীর ভালোবাসা,
জগত জুড়ে শ্রেষ্ঠ;
দেখিতে পারলাম না তাকে
হায়,এ কেমন অদৃষ্ট।
উম্মতের লাগি কত বলিদান,
দাঁত মোবারক শহিদ হলো,
রাখতে আল- কোরআনের মান।
সারা জাহান তার পাগল ,
তিনি পাগল উম্মতের জন্য,
উম্মত মাটিতে থাকবে বলে ,
তিনিও মাটিতে রইলেন ,
মাটিকে করলেন ধন্য।
প্রভু প্রেমে মগ্ন থেকে ,
জীবন করলেন পার ;
নিজের উপর তুলে নিয়েছেন,
গুনাহগার উম্মতের নাজাতের দায়ভার।
নিজের জন্য চাননি কিছু,
কেঁদেছেন উম্মতের তরে
আরাম- আয়েস ত্যগ করে ,
পাপী উম্মতের নাজাত
চেয়েছেন জীবন ভরে।
এখনো নাকি কাঁদেন নবী
শুয়ে সোনার মদিনায় ;
আল্লাহর কাছে প্রার্থনা করেন,
আমার গুনাহগার উম্মত যেন
জাহান্নামে না যায়।
আমার নবীর ভালোবাসা,
সকল যুগের তরে শ্রেষ্ঠ,
উম্মতের জন্য কাঁদেন দিবানিশি,
গুনাহগার উম্মতের যেন না হয়
কোনো অনিষ্ট।