ফুলে- ফুলে পাখিতে- পাখিতে
ভরে উঠেছে চারপাশ,
সবুজে -সবুজে বনে- বনে
ঘিরে গেছে আজ আমার দেশ।
সবুজের মাঝে নানান রঙে
ফুলেরা দেয় হাসি,
গাছে -গাছে নানান বেশে
উঁকি মারে পাখি।
হঠাৎ দেখি পাখিরা সবাই
ধরিলো কন্ঠে গান,
তাই না দেখে ফুলেরা সবাই
নাচিতে যে চাই।
বনের মাঝে পাহাড় থেকে
নামিলো জলের ধারা,
কোমর বাঁকিয়ে হেলে দুলে
কোথায় যে যায় চলে।
আমার দেশের মাঠে -মাঠে
সোনার ফসলের হাসি,
তাইনা দেখে দিন কেটে যায়
সকল দেশ বাসির।