বিদায় নিতে নাহি চায়,
তবু বিদায় যে নিতে হয়।
বিদায় যদি নাহিনি
তবে সামনে এগোবো কোন পায়।
বিদায় তোমায় দেখিয়ে দিবে
কোন পথ ধরে চলিবে।
বিদায় যে তোমায় বলিয়া দিবে,
তোমার গন্তব্য কোথায়।
তিনটি অক্ষরে যদিওবা বিদায় শব্দটি হয়
তবু এই শব্দটিতে হাজারো স্মৃতি লুকিয়ে যে রয়।
নিম্নস্তর থেকে নিলে বিদায়
তবেই তো পাবে উচ্চস্তর
একটি পথ শেষ হইলে
তবেই তো পাবে অন্য পথ।
বিদায় তোমায় জানিয়ে দিবে,
কোথায় তুমি যাবে।
বিদায় তোমায় দেখিয়ে দিবে
কোন যে তোমার পথ।
বিদায় যে তোমায় বলিয়া দিবে
তোমার গন্তব্য কোথায়।
তাই তো আমাদের সকলেরি বিদায় নিতে হয়।