২৬ মার্চ ২০২৫
স্বাধীনতা তুমি— স্বপ্ন ছিলে, আজ করুণ পরিহাস,
স্বাধীনতা তুমি— দুর্নীতির জালে, বদ্ধ বন্ধ নিঃশ্বাস।
স্বাধীনতা তুমি— রাজনেতাদের খেলার পুতুল মাত্র,
স্বাধীনতা তুমি— গরিবের চোখে অশ্রুশোকের চিত্র।
স্বাধীনতা তুমি— শিক্ষার নামে বাণিজ্যের কালো ছায়া,
স্বাধীনতা তুমি— স্বাস্থ্য সেবায় ডাকাতি-লুটের মায়া।
স্বাধীনতা তুমি— ন্যায়ের নামে অন্যায়ের জয়গান,
স্বাধীনতা তুমি— সাংবাদিকের শিকলপরা টান।
স্বাধীনতা তুমি— নারীর শরীরের ক্ষত চিহ্নের ব্যাথা,
স্বাধীনতা তুমি— বিচারের বাণী ,শুন্যে ভাসাও কথা ।
স্বাধীনতা তুমি— ধর্মের নামে বিদ্বেষ মাখা দাহ,
স্বাধীনতা তুমি— মানবতার শবযাত্রার বাহ।
স্বাধীনতা তুমি— শিশু আছিয়ার চোখের শেষ জল,
স্বাধীনতা তুমি— নিষ্পাপ প্রাণের আর্তনাদের খল।
স্বাধীনতা তুমি— গণমানুষের হৃদয়ে পোষা ক্ষোভ,
স্বাধীনতা তুমি— বিশ্বজিতের শরীরে পড়া কোপ।
স্বাধীনতা তুমি— স্বাধীন হয়ে ,চেপে ধর এই টুটি।
স্বাধীনতা তুমি— ২৬ শে মার্চ, অহেতুক একটি ছুটি।